জীবন এমনই

  1. জীবন এমনই
    মোঃ আঃ কুদদূস
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    জীবন এমনই – যেমন,
    নাতিদীর্ঘ এক স্বপ্ন;
    কখনো রঙিন – একেবারে লাল টুকটুকে
    আবার, কখনও পান্ডুর – নীল।

    রঙিন স্বপ্নের মাঝে অট্টহাসির মতন
    এ জীবন – শুক্ল, মনোহর।
    ধূসর স্বপ্নের আর্তনাদ – কেউ শুনতে পায় না,
    তবু কষ্টে নীল হয়ে ঠুকরে কেঁদে ওঠার মত
    সতত জীবন – নিরন্তর বয়ে চলে।

    পৃথিবী এমনই – যেমন,
    বহমান এক নদী;
    কখনো জোয়ার – চারদিকে পানিতে টইটুম্বুর
    আবার, কখনো ভাটা – রিক্ত।

    জোয়ারের তোপে দু’কূল উপছে পড়া জলের মতন
    এই পৃথিবী – অনন্ত, ভরপুর।
    ভাটায় শুকিয়ে যাওয়া তটিনীর সুদীর্ঘ বালুচর,
    শূন্য মরুভূমির মত অসীম বেদনা ছড়ায় –
    কেউ তা বুঝে না,
    তবু পৃথিবী সতত গতিময়।

    আসলেই,
    জীবনটা এমনই,
    পৃথিবীও এমনই –
    যা কিছুই ঘটুক – শুধুই অবিরাম পথ চলা,
    সতত সমুখে – অনন্তের পথে হারিয়ে যাওয়া~