বোরহানউদ্দিনে ২ ডাক্তার,নার্স,ঈমাম সহ ১২ জন করোনায় আক্রান্ত

 

 

বোরহানউদ্দিন নিউজ ঃ

ভোলার বোরহানউদ্দিনে শনি ও রবিবার নতুন করে দুজন ডাক্তার,নার্স,মসজিদের ঈমাম সহ ১২ জনের করোনা সনাক্ত হয়েছে। বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রেরিত রিপোর্টে এ তথ্য জানা যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপতী চৌধুরী ওই তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্তরা ১২ জুন শুক্রবার উপসর্গ থাকায় বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁদের ৭ জনের ফলাফল পজেটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার ও সিনিয়র স্টাফ নার্স রয়েছে।
এছাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের একজন, ৪নং ওয়ার্ডের একজন, ৩নং ওয়ার্ডের বাসিন্দা হাসপাতাল মসজিদের ইমাম এবং ২নং ওয়ার্ডের বাসিন্দা সুশীলনের এনজিও’র দুই নারী কর্মী
আছেন।
রবিবার প্রাপ্ত তথ্যে জানা যায়,হাসপাতালের একজন আবাসিক মেডিকেল অফিসার, একজন নার্স ও ৩ টি ইউনিয়নের ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
উল্লেখ্য এ নিয়ে গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী জানান, সংশ্লিষ্ট এলাকায় লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। আক্রান্তের তিনি স্বাস্থ্যবিধি মেনে আলার আহবান জানান।