মন্দির নিয়ে হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করলেন বোরহানউদ্দিনের ইউএনও বশির গাজী

বিনিউজ প্রতিবেদক
‌বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট। নানা দিক দিয়ে আলোচিত সমালোচিত একটি এলাকা।এ এলাকার ঠাকুর বাড়ির একটি মন্দির নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ বিদ্যমান।এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েল করতে মামলা করেন।প্রতিপক্ষ আবার মামলা।একটি মন্দির কে কেন্দ্র করে শুরু হয় মামলা মামলা খেলা। এমনকি মন্দিরের প্রতিমা থানা কাষ্টরিতে স্থান পায়।চলে স্থানীয় পর্যায়ে একাধিক নালিশ বৈঠক। মিমাংশার গন্তব্য খুজে পাওয়া যাচ্ছিল না।আবার সুযোগ সন্ধানী গ্রুপটিও বেশ সক্রিয় হয়ে উঠেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য পর্যন্ত গড়ায়।স্থানীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আলী আজম মুকুল, ভোলার মান্যবর জেলা প্রশাসক কে সমাধানের দায়িত্ব প্রদান করেন।জেলা প্রশাসক বিষয়টি প্রতিকারে বোরহানউদ্দিন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী কে দায়িত্ব প্রদান করেন।বিষয়টি নিয়ে নির্বাহী কর্মকর্তা বশির গাজী উভয় পক্ষকে নিয়ে একাধিকবার তার দপ্তরে বসেন।অবশেষে আজ সোমবার বিকাল থেকে আলাপ আলোচনার পর অবশেষে রাতে সমাধানে পৌছেন।সকল কে মিষ্টি খাইয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।দীর্ঘ দিনের জুলন্ত থাকা হিন্দু সম্প্রদায়ের মন্দির নিয়ে বিরোধটির সুন্দর ভাবে নিষ্পত্তি করার জন্য উভয় পক্ষের থেকে হীরা লাল দে,দেবব্রত সরকার ও প্রবল চন্দ দে স্থানীয় সংসদ সদস্য সহ নির্বাহী কর্মকর্তা কে ধন্যবাদ জানান।