আপন অপুর গোয়েন্দা উপন্যাস

আপন অপুর গোয়েন্দা উপন্যাস নিজস্ব প্রতিবেদক প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক আপন অপুন নতুন বই ‘গোয়েন্দা টোটনদা’। এটি আপন অপুর প্রথম গোয়েন্দা উপন্যাস। বইটি প্রকাশ করেছে অর্জন প্রকাশন। প্রচ্ছদ করেছেন তানজিনা ইসলাম তৃষা। আপন অপু বলেন- আমার ভালোলাগা ও ভালোবাসার জগৎ জুড়ে রয়েছে শিশু-কিশোররা। ছড়া-কবিতা দিয়ে লেখালেখির শুরু হলেও কথাসাহিত্যে স্থায়ী হয়েছি। আমার পূর্বের সব বই-ই ছোটদের গল্পের বই। বিশেষভাবে কিশোরদের জন্য লেখার তাগিদ অনেকদিন থেকেই অনুভব করছি। সে অনুভব থেকেই ‘গোয়েন্দা টোটনদা’র আবির্ভাব। এটাই আমার প্রথম গোয়েন্দা উপন্যাস। সে হিসেবে পাঠকদের কাছে আমি গোয়েন্দা কাহিনীর নতুন লেখক। টোটনদা’কে নিয়ে সিরিজ করার ইচ্ছা আছে। যদি পাঠকদের কাছ থেকে উৎসাহ-ভালোবাসা পাই তবে নিশ্চয় টোটনদাকে নিয়ে সিরিজ লিখব। আরও বেশ কিছু কিশোর উপন্যাস লিখছি। সেগুলোও ধারাবাহিকভাবে পাঠকদের হাতে তুলে দিব। টোটনদা। বই খুব বেশি পড়ে। রহস্য-রোমান্সে তার আকর্ষণ একটু বেশিই। অল্প সময়েই পড়ে ফেলেছে পৃথিবী-বিখ্যাত গোয়েন্দা কাহিনিগুলো। তাই নিজের মাঝেও গোয়েন্দা গোয়েন্দা ভাব আছে। শখের বসেই অনলাইনে একটি বিজ্ঞাপন দিয়েছিল সে। তার বিপরীতে একটি লোমহর্ষক ও ঘোলাটে মেইল আসে। মেইলের ঘটনা অনুসন্ধানেই শুরু হয় টোটনদার গোয়েন্দাগিরি। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় অর্জন প্রকাশন ৪২৯ নং স্টলে। আপন অপুর জন্ম ৬ ডিসেম্বর ল²ীপুরে। বাবা স্বনামধন্য পল্লী চিকিৎসক নারায়ণ চন্দ্র দে, মা মীরা রাণী দে। লিখছেন ছোটবেলা থেকেই। গল্প, কবিতা, ছড়া, ফিচার, কলাম ও গানসহ লেখালেখির সব ক্ষেত্রেই সরব রয়েছেন। তার লেখা ‘লাল সবুজের বাংলাদেশ’ গানটি গেয়েছেন ক্ষুদে গানরাজ পুষ্পিতা ও মাহিন, ঢাকা জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক প্রকাশিত সরকারের বিনামূল্যে আইনি সহায়তা নিয়ে লেখা ‘লিগ্যাল এইড’ গানটি গেয়েছেন খন্দকার বাপ্পি ও ডেইজী সারওয়ার। এছাড়া ‘বিশ্বপ্রেমিক’, ‘দিল ডুবে’, ‘তোর প্রেমে ভাসি ডুবি’ সহ কয়েকটি গান প্রকাশিত হয়েছে আপন অপুর গীতিকথায়। নির্মাণ করেছেন ‘একটি পতাকার গল্প’, ‘দ্য ব্রোকেন ড্রিম’ ও ‘চর্মকার’ শিরোনামে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। লেখালেখির স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ‘স্বপ্নসিঁড়ি সাহিত্য সম্মাননা’।