ভোলায় বাল্য বিবাহের অপরাধে কাজির জেল

  1. ভোলা প্রতিনিধি ঃ
    ভোলার চরফ্যাশন উপজেলায় বাল্য বিবাহ সম্পাদনের অপরাধে কাজি মাওলানা মোঃ রুহুল আমিন (৫০) কে ৭ মাসের কারাদন্ড এবং কনের চাচা জয়নাল আবেদিনকে ২৫ হাজার ও বরের মামা মজিবুল হককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন তাদেরকে এ দণ্ড দেন।
    নিবার্হী অফিসারের দপ্তর সূত্রে জানা যায়, কাজি মাওলানা রুহুল আমিন বুধবার চর আফজাল ২নং ওয়ার্ড কাদির মাস্টার বাড়িতে বেলা ৩টার সময় ১০ম শ্রেণীর এক ছাত্রি (১৬) কে বিয়ে পড়ান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, রুহুল আমিন পুলিশসহ উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাসকে পাঠান। এ সময় বর,কনে সহ তাদের পরিবারের সবাই পালিয়ে যায়। থানা পুলিশ বিয়ের কাজি, বর ও কনের মামা ও চাচাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় নিয়ে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কার্যালয়ে এ রায় দেন। আজ বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া গ্রামে এক কিশোরি কে বাল্য বিবাহ সম্পাদনকালে ৯৯৯ নাম্বারে ফোন দিলে বার্তা পেয়ে দক্ষিণ আইচা থানাপুলিশ ওই কনে ও তার মা এবং মামাকে আটক করে। তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসলে কনের মামা সালাউদ্দিনকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।