রেকর্ড ভেঙে ২০০ টাকা পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

এক রাতের ব্যবধানে রেকর্ড ভেঙে দাম বেড়েছে পেঁয়াজের। বৃহস্পতিবার সকাল থেকে দেশি পেঁয়াজের দাম ২০০ টাকায় পৌঁছেছে। এটি স্মরণকালের সর্বোচ্চ দাম। রাজধানীর কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের পাইকারি মূল্য ২০০ টাকা।

সরকারের নিয়মিত মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমত পেঁয়াজের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতারা। পেঁয়াজের এমন লাগামহীন দামে ক্রেতাদের মাঝে ক্ষোভ দেখা গেছে। পেঁয়াজের বাজার কারা নিয়ন্ত্রণ করছেন সে প্রশ্ন সাধারণ মানুষের।

কারওয়ান বাজারে আজ মিশর থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ আর দেশি পেঁয়াজের দাম ২০০ টাকা বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, বেশি দামে কিনতে হচ্ছে বলেই বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন তারা।