বোরহানউদ্দিনে “শিক্ষকদের জন্য আইসিটি প্রশিক্ষণ ” এর সমাপনী অনুষ্ঠান

বোরহানউদ্দিনে “শিক্ষকদের জন্য আইসিটি প্রশিক্ষণ ” এর সমাপনী অনুষ্ঠান
মনিরুজ্জামান ঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে “শিক্ষকদের জন্য আইসিটি প্রশিক্ষণ ” এর পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ভবনে বুধবার সকালে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি করেন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন প্রশিক্ষণার্থী এতে অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন,বর্তমান যুগ তথ্য প্রযুক্তি যুগ। জ্ঞাণ ভিক্তিক সমাজ বির্নিমাণে আমাদের কাজ করতে হবে।আইসিটি ছাড়া এ কর্মটি করা সম্ভব নয়। তাই বিশ্ব প্রতিযোগিতায় আমাদেরকে টিকতে হলে অবশ্যই প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। আমাদেরকে আধুনিক প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপ খাওয়ানোর জন্য এ প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব,আপনারা এ প্রশিক্ষণটির মাধ্যমে যা অর্জন করছেন তা স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শেয়ার করবেন। শিক্ষার্থীদের সমৃদ্ধ করার পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার, ব্যানবেইস বিল্লাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস,প্রশিক্ষক মোঃ হান্নান,বিশ্বজিৎ দে,গোলাম সরোয়ার, জসিম উদ্দিন,বিকাশ চন্দ্র দে।