এ্যম্বুলেন্স চালক ও ব্যবসায়িকে ৬৪ হাজার টাকা জরিমানা

ভোলা দক্ষিন প্রতিনিধি ঃ
ভোলা জেলার বিভিন্ন উপজেলার প্রাইভেট এ্যাম্বুলেন্স চালক রোগি সাজিয়ে ঢাকা,নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে অনুপ্রবেশকারী যাত্রী পারাপার করছেন এমন অভিযোগ কয়েকদিন যাবত উঠছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দ্বীপ জেলাবাসী।বিষয়টি খতিয়ে দেখার জন্য শুক্রবার সকালে ভোলা নৌ কন্টিনজেন্ট এর সহযোগিতায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী একটি অভিযান পরিচালনা করেন।অভিযানে ২ এ্যাম্বুলেন্স চালক ও ৪ ব্যবসায়ীকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান, সামাজিক দুরত্ব ও সরকারি নিষেধাজ্ঞা অপমান্য করা এবং প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ২ টি প্রাইভেট এ্যাম্বুলেন্স আটক করা হয়।সন্ধ্যায় মির্জা কালু বাজারে অপর একটি অভিযান পরিচালনা করেন।এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগ ৪ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সন্ধ্যায় আটককৃত এ্যাম্বুলেন্স ড্রাইভারগন প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে না পারায় নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা ওই ড্রাইভার দ্বয়কে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করেন।
এ কর্মকর্তা জানান,অভিযান অব্যাহত থাকবে।